NSOU ফাইনাল ইয়ারের ছাত্রদের result NC হলে মার্কস ট্রান্সফার করার নিয়মাবলী :
PG ছাত্র ছাত্রীদের ফাইনাল পরীক্ষায় 40 হল পাশ মার্কস । পাশ মার্কস না পেলে সেই পেপের NC (NOT CLEAR) চলে আসে ফলে ছাত্রছাত্রীদের সেই পেপারে দ্বিতীয় বার পরের বছর পরিক্ষা দিতে হই । তার জন্য next year Examination from fillup করে পরীক্ষায় বসতে হয়।
NETAJI SUBHASH OPEN UNIVERSITY (NSOU) Transferring of Marks Form Option Available.
NSOU ওপেন ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা যদি কোনো পেপারে পাশ মার্কস ৪০ নম্বরে থেকে কম পায় সে ক্ষেত্রে Marks Transferring করার অপশন থাকে। পেপার অনুসারে একটি পেপার থেকে দ্বিতীয় পেপারে মার্কস ট্র্যান্সফার করা হয়। এর জন্য NSOU Transferring of Marks Form fill-up করে সাবমিট করতে হবে।
ইউনিভার্সিটির অফিসিয়াল website সাইটে বা এখানে নিচে download লিংক দেওয়া আছে, ডাউনোড করে প্রিন্ট করতে হবে ।
অ্যাপ্লিকেশন করার সময় সীমা হলো - Result out হবার ২ মাস (৬০ দিনের ) মধ্যে।
রেজাল্ট বেরোনোর পর সেটা প্রিন্ট করে নাম, এনরোলমেন্ট নম্বর এবং যে পেপারে NC এসেছে সেই পেপারের নাম ফর্মে দেওয়া শূন্যস্থানে ডিটেলস ফিলাপ করে স্টাডি সেন্টরের কো-অর্ডিনেটর কে দিয়ে ফরওয়ার্ড করে ডাক যোগের মাধ্যমে বা ষ্টাডি সেন্টার মাধমে ইউনিভার্সিটিতে controller of examination এর address -এ পাঠাতে হবে রেজাল্ট পাবলিশ হওয়ার দিন থেকে ৬০ দিনের মধ্যেই। যে পেপারে জন্য মার্কস ট্র্যান্সফার জন্য আবেদন করা হবে nsou marks transferring gulideline মধ্যে পড়ে তাহলে এক বা দুই মাসের মধ্যে স্টাডি সেন্টারে নতুন মার্কশিট চলে আসবে। না আসলে কলকাতায় এক্সামিনেশন কন্ট্রোল অফিসে গিয়ে যোগাযোগ করে জিজ্ঞেস বাদ করত হবে।
Office of the Controller of Examinations
Netaji Subhas Open University
Address: 2nd Floor, 134/1, Meghnad Saha Sarani, Kolkata - 700 029.
Phone: 033 2463 0292F
Fax 033 2465 6936
NSOU PG, UG, BDP NUMBER TRANSFERRING SYSTEM FOR PASSING ON FINAL YEAR STUDENTS.
ফর্মের Download link নীচে দেওয়া হলো -
http://www.wbnsou.ac.in/student_zone/important_forms/20201109_NSOU_FORM_Transferring_of_Marks.pdf
ফর্মের Download Google drive link-
https://drive.google.com/file/d/1MRxnmUj33L8IJDqPzjM2h4LwukwPBLPX/view?usp=drivesdk
Marks Transferring জন্য কিছু বিষয় ভিত্তিক নিয়ম আছে। UG & PG subject অনুসারে পেপারে মার্কস ট্রান্সফার করা হয়। সকল ছাত্র ছাত্রী নিজ নিজ স্টাডি সেন্টারে মার্কস ট্র্যান্সফার জন্য যাবতীয় বিষয়ে খবর নিয়ে সঠিক পদ্ধতি ও নিয়ম জেনে অ্যাপ্লিকেশন করুন।
আশাকরি এই তথ্যটি সকলের কাজে লাগবে।